চারিপাশে রক্ত। হাড়। খুলি।  
মাঝে পোঁতা হিটলারের বৈজয়ন্তী।  

যা দেখেছ ভুলে যাও সব। এখুনি।    
লক্ষণরেখা টেনে দিলো দখল।  
মুখ খুললেই মুণ্ড গিয়ে পড়বে
মায়ের কোলে।


ভয়েরা ছড়িয়ে পড়ছে
মেরুদণ্ডের অলি-গলি।
  
আলগা হচ্ছে মানবিকতার শেকড়।


        **********