যে প্রেম আবেগ তাড়িত,
সেখানে মন নয়
বেশী করে শরীর জড়িত।


যে স্বপ্ন লক্ষ্যভ্রষ্ট,
সেখানে ভাগ্য নয়
নিজের দুর্বলতাই স্পষ্ট।


যে সম্পর্ক বাঁধে না ঘর,
সেখানে শুধু নিজে নয়;
দায়ী থাকে অন্যেরও ফুসমন্তর।


যে অপেক্ষা উপেক্ষিত
সেখানে আক্ষেপ নয়
নিজেকে গোছাতে হয় নিজের মত।


যে কথারা ভীষণ ভীরু
সেখানে ভাবনা নয়
বুঝে নিও প্রেমের হয়েছে শুরু।