চা-কফি সবসময় গরম গরম চাই    
চুমুকে তৃপ্তি আসে না যদি হয়  ঠাণ্ডা।  
রকম স্বাদের বন্ধু না থাকলে সাথে
জমে কি উঠে  কখনো আড্ডা?  


ঝাল-মুড়ির ভেতর ঝুরি-চানাচুর  
প্লেটের উপর শুয়ে থাকে আণ্ডা,  
আমরা কয়েক জন ফাস্টে পড়াশোনা-  
পরে প্রেম নিয়ে জমিয়ে দিই আড্ডা।  


কার প্রেম পেলো সুখেরই রাজধানী  
কার প্রেম পেলো ব্যর্থতার গাড্ডা,  
হাসি- ঠাট্টার রং এভাবেই মেখে  
ধীরে ধীরে উষ্ণ হয় জমাটি সে আড্ডা।  


যুক্তি-তর্কটা তো লেগেই থাকে  
যখন প্রসঙ্গ ওঠে 'রাজনীতি ঝাণ্ডা,'    
শিল্প আগে না কি কৃষি আগে ?
এই নিয়েই সবাই বাঁধি বাকবিতণ্ডা।
  
বিরাট কোহেলি কিন্তু হেব্বি খেলে    
ধোনিও হাঁকাতে পারে হেলিকপ্টার ছয়।
বিনোদনের কথা বাদ যায় না কি?  
সঙ্গে তবু গোপাল ভাঁড়ও রয়।  


দেশটা নাকি আজকাল বিক্রি হচ্ছে
কুরে খাচ্ছে নেতা ও তার চেলা-চামুণ্ডা,  
এমন বহু কথার স্টেশন পেরিয়ে; রোজই
ছোটে আমাদের ট্রেন-যার নাম 'আড্ডা।'