সমতার হুইসেল বাজিয়ে
গণতন্ত্রের রেলপাত ধরে
সবুজ সংকেতে ছুটছে  
দুরন্ত গতিতে উন্নয়নের ট্রেন ।
আর প্রগতির প্রতিটি জংশনে জংশনে
সে নামিয়ে যাচ্ছে বস্তা বস্তা প্রকল্প ।  
তবু, বোতাম ছেঁড়া মলিন জামা পরা
যে রুগ্ন ছেলেটা -  
সামান্য মুরগির ঠ্যাং-মাথা    
পালক ভর্তি ছাল কিংবা নাড়ি-ভুঁড়ির জন্য
মাংসের দোকানে বাঁশের খুঁটো ধরে
আজও করুণ দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে,  
আমি তার চোখে স্পষ্ট দেখতে পাই  
ক্ষুধার্ত স্বদেশভূমির ছবি।


         *******