সরলরেখা আজ তাকেই বলি, যে লাইনটা আছে বেশ বাঁকা।  
রোগীর বাঁচা মরা পরে দেখবো; আগে  পেমেন্ট করো টাকা।  

ডাক্তারবাবু অক্সিজেন লাগবে; সেলাইনটাও লাগবে সাথে।  
ও সব দেওয়া যাবে না! নার্সিংহোম চলে না আমার ইশারাতে।


তাহলে ডাক্তারবাবু তাহলে। আপনি বলুন না কি করবো এখন।  
মেয়েটা আমার যন্ত্রণায় ছটফট করছে; ওর শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ।    

প্লিজ ডাক্তারবাবু প্লিজ।  পেমেন্ট আমি করেই দেবো। মাইরি।  
মেয়েটা আমার একমাত্র মূলধন। ট্রিটমেন্ট শুরু করুন না শিঘ্রি।  


সরে যাও এখান থেকে। যাও আগে নিয়ে এসো টাকা জমার রসিদ।
তারপর হবে চিকিৎসা। তারপর অক্সিজেন। লাভ নেই করে জিদ।

আচ্ছা ডাক্তারবাবু- কে আপনাদের প্রধান সচিব! কেন এমন রুল?
আগে রোগীর প্রাণ না বাঁচিয়ে; করে চলেন বেমালুম পয়সা উসুল।  
  
মূল্যবোধ কি মরে গেছে? নিভে কি গেছে বিবেকের সবুজ বাতি ?        
আমরা কি শুধুই সুপুরি হবো! আর আপনারা পিষে মারার জাঁতি?  

সখ্যতা কি নেই আপনাদের ভেতর? নেই কি একটুও মানবিকতা?  
তাহলে জেনো- সুপুরিও সুযোগ পেলে; রাখে দাঁত ভাঙার সক্ষমতা।



                   ***************