বইয়ের ভাঁজে ঘুমাক পালক
ঘুমাক সবুজ পাতাও দুটি,  
আজকে হবে গল্প-গুজব
আজকে মোদের স্কুল ছুটি।


সঙ্গে হবে হৈ হুল্লোড়  
খেলবো সবাই খেলনাবাটি,  
নানা রকম গড়ব পুতুল
তুলে এনে কাদামাটি।  


অঙ্ক খাতার পৃষ্ঠা ছিঁড়ে  
নৌকো করে ভাসাবো জলে,
ঠাকুমারই আমের আঁচার
করবো চুরি সুযোগ পেলে।


ভুলুদেরই বাগান থেকে
চুপটি করে কুড়বো আম,
দাদুর বসার নীল চেয়ারে
ঠিক লাগাবো চুইংগাম।  


ফড়িং ধরে বাঁধবো সুতো
করবো পিছে ছুটাছুটি,  
কৃষ্ণচূড়ার ফুল কুড়িয়ে
খেলবো হঠাৎ কাটাকুটি।


চিলে-কোঠার কড়িকাঠে
দেখবো গিয়ে চড়ুয়ের ডিম,
মায়ের বারণ শুনবো না কো
সঙ্গী মোদের ছোটা ভীম।


লাগবো পিছে বিড়াল ছানার
কাটবো ভেংচি দেখলে বাঁদর,
খেয়াল খুশি আজ সারাদিন
গড়বো মোরা রঙের শহর।


ইচ্ছে মতন হাজার খেলা  
কখনো বা লুড়োর ঘুঁটি,  
লাটাই হাতে উড়বে ঘুড়ি
আজকে মোদের স্কুল ছুটি ।


  *****d******