ওরা একই গাছের দুটি কালো শাখা
মেখে আছে সর্বক্ষণ মুনাফার গন্ধ,
কখনো ভাগা-বাটায় কম বেশি হলে  
নিজেরাই আজ বেঁধে যায় গোষ্ঠীদ্বন্দ্ব।                    


এ ওর ঘাড়েতে চড়-চাপাতি মারলে    
ও এর পেটেতে চালায় শানানো ছুরি,    
তবুও ওদের হাতে সভ্যতার লাটাই
ভোঁ কাট্টা হচ্ছে মানবতারই ঘুড়ি।  


নির্বাচন হোক কিংবা পাড়ার পুজো
বালির খাদান হোক বা জমি দখল,  
সর্বত্র ওদের উন্মত্ত গুঁতোগুঁতিতে  
মরছে আর পাঁচ সাধারণও কেবল।    


সুস্থতা এখন শুকিয়ে সজনে ডাঁটা
শাসানিরই দাপটে চারিপাশ কাঠ,  
কতখানি সু-বোধের বৃষ্টি নেমে এলে  
সবুজে ভরবে জীবনের রুক্ষ মাঠ ?


হিংসার চিলেরা আজ মূল্যবোধ মারে!
অবক্ষয়েরই কারাগারে করে রুদ্ধ,
রক্তাক্ত সময় বলে ওঠে ক্লান্ত কণ্ঠে
একটাই কথা- বন্ধ হোক গোষ্ঠীদ্বন্দ্ব।


     ******a******