গলা থেকে ঝুলছে পদক- সমাজ সেবা।      


তবু রাত বাড়লেই তার মগজে
হিংসারই আগ্নেয়গিরি জেগে ওঠে;  
অগ্নুৎপাত করে ক্ষমতার লাভা।      


পুড়ে যায় গাছ-গাছালি
শুকিয়ে যায় সবুজ মাঠ ও মাটি।  
গান গাওয়া সব মৃত পাখি গুলো
ভাসে নদীরই জলে  
নিয়ে এক অনন্ত ছুটি ।  


ভোরের বেলা আবার গঙ্গা স্নান  
সূর্য প্রণাম!  
শরীর নামাবলি দিয়ে ঢেকে
সে কপালে আঁকে
মানব হিতৈষীর তিলক।  


          *****