স্বার্থবাদের আড়তদার হয়ে ফ্যাসিবাদের কুর্শিতে বসে
হিংসার আঁশবঁটিতে তোমরা আজও কেটেই চলেছো  
অবিরত মানবতার জ্যান্ত মাথা।
যে মাথা থেকে ছিটকে আসা তীব্র শেষ আর্ত-চিৎকারও  
পৌঁছচ্ছে না তোমাদের কর্ণকুহরে।
সবই ঢাকা পড়ে যাচ্ছে অট্টহাস্যের নিচে।
আজও তোমরা খেলেই চলেছো
অবাধ খুন-ধর্ষণ-রাহাজানির খেলা।
কি নিষ্ঠুর ! কি পৈশাচিক !  
ছুঁড়ে দিচ্ছো চারিপাশে চাপ চাপ লাল রক্তের ডালা।
বৃন্তচ্যুত করছো অকালেই শত শত শৈশবের কুঁড়িকে।


তবে ভেবো না
ডানা কাটা পাখির মতো যন্ত্রণায় ছটফট করতে করতে
আমরা আজও আপোষ মীমাংসার তাবিজ গলায় ঝুলিয়ে  
তোমাদের সাথে আবারও বোঝা পড়ায় বসবো ।  
তোমাদের সাথে বোঝা পড়া মানেই তো -
আবারও সেই ঠকে যাওয়া;
আবারও আমাদের সাথে সেই বিশ্বাসঘাতকতা করা।
সব আস্থার গোরস্থান বানানো।
আমাদের মাটি ঘেঁষা জীবন গুলোর বুক থেকে
সেই তো আবারও এক থাবায় টেনে ছিঁড়ে নেওয়া
বেঁচে থাকার হৃৎপিণ্ড ।
আঁধারে আড়ালে চরম বৈরিতার দংশন।    
না !
তোমাদের সাথে আর কোন আলোচনা নয়
নয় কোনও বোঝাপড়াও ঠাণ্ডা বৈঠক।  


এবার শুধুই বিস্ফোরণ
সাম্যতার সৌজন্যে প্রতিবাদের বিস্ফোরণ ।
রুখে দাঁড়াবার বিস্ফোরণ।
জন্ম হবে হোক আরও একটা রক্তের আল্টান্টিক।
জন্ম হবে হোক আরও একটা মৃত শহীদের পাহাড়।
জানি সে পাহাড়ের বুক চিরে নতুন চেতনায়
একদিন ঠিকই উদিত হবে শান্তির সূর্য।
ছড়িয়ে দেবে জীবনের বুকে শুধুই
প্রেম-প্রীতি-ভালবাসার নরম উত্তাপ।
ছড়িয়ে দেবে আগামী প্রজন্মের প্রাণে সুস্থতার হাসি।


          *************