ঝুপড়ি ঘর! বিদ্যুৎ-হীন ।
পাশের নর্দমা দিয়ে বয়ে যাচ্ছে  
পোড়া মবিলের স্রোত।
অ্যানাকোণ্ডার মতো দীর্ঘ লাইন-  
টিউয়েল দিয়ে জল পড়ছে
সুতোর মতো।
চামড়া ওঠা পাঁজর বেরানো  
গলি পথের উপর সাইকেলের
বাতিল টায়ার নিয়ে খেলছে বাচ্চারা।  
কেউবা কাঁদছে পেটের শূন্যতায়।  


অথচ প্রতিটি নির্বাচনের গায়ে হলুদের
দিন থেকে উৎসবের মুহূর্ত পর্যন্ত
ওদের এ পথ দিয়েই  
আহ্বান আমন্ত্রণের তত্ত্ব হাতে
হেঁটে যায় প্রগতির পালকি সাড়ম্বরে ।  

যে পালকি বারে বারের মতোই  
শুধু রেখে যায় ধূসর উন্নয়নের উলুধ্বনি,  
সঙ্গে আরও কিছু শুষ্ক প্রতিশ্রুতির পাপড়ি।  


   *****