করোনার ত্রাসে সৃষ্টি হওয়া
তেজপাতা রঙের বিষাদগুলো কে
মন থেকে আজ একটু সরিয়ে রেখেই,
মোড়ে ফুলের দোকানে গেলাম
একটা মালা কিনতে ।


অমনি কোথা থেকে একটা
জং ধরা পেরেকের মতো ছেলে
পায়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগল―
'কাল থেকে কিছু খাইনি
খুব খিদে পেয়েছে, দুটো পয়সা....'


না, মালা কেনা হল না !
কুড়িটা টাকা হাতে দিতেই
তার চোখে দেখতে পেলাম রবীন্দ্রজয়ন্তী ।


✍️০৮.০৫.২০২০