মুরগী মারা মিউজিক!
হাড়হীন নরম মাংসের দোলা,
নাভিমূলে লেবেলহীন তৃষ্ণার ঝিলিক।
'এইট প্যাক' সময়ের ঝোঁকে  
নগ্নতার আজ দড়ি ছেঁড়া হাসি।
কখনো শালীনতার মুখের উপর
সে ছুঁড়ছে নীল অন্তর্বাস । কখনো বা
পরোয়াহীন চ্যাটচেটে থুৎকারের বৃষ্টি।
বোতল বোতল যৌনতার তাল তাড়ি
পান করে সে তাল গাছের মতোই
এখন হচ্ছে সোজা।


ওদিকে সংস্কৃতি মাধুর্যহীন-বর্ণহীন-গৃহহীন।  
উদ্বাস্তু হয়ে ঘুরছে পথে পথে ; যার কিনা
বট গাছের তলেও যেন জুটছে না স্থান।


জরাগ্রস্ত কংকাল সার হয়ে যাওয়া সংস্কৃতি
এখন চোরা পথের গোলক ধাঁধায় দিকভ্রান্ত।
নগ্নতার কামড়ে যার শিরদাঁড়া বেয়ে
গড়িয়ে পড়ছে শৃঙ্খলার ঠাণ্ডা রক্ত।
গড়িয়ে পড়ছে চোখ বেয়ে
অসহায়ত্বের কান্না ।


সম্ভ্রম ঢাকতে সে গায়ে জড়িয়েছে
যেন বিপন্নতার একটুকরো কাপড়।
শুধু মমি হবার অপেক্ষায়।
  
            ***********