প্রথম ঝাঁপিটা খুলতেই ফণা তুলে
ফোঁস করে উঠল 'গণতন্ত্র' নামক গোখুরে।
দ্বিতীয় ঝাঁপিটা খু্লতেই ফণা তুলে  
জিভ বের করতে লাগল 'সম্প্রীতি' নামক কোবরা।  
তৃতীয় ঝাঁপিটা একটু ফাঁক করতেই উঁকি দিয়ে
বেরিয়ে এলো 'অধিকার' নামক কেউটে ।  


ওরা সবাই ফণা উঁচিয়ে জানাচ্ছে মুক্তির প্রতিবাদ!  
আর চাইছে স্বাভাবিক জীবন ।  


কিন্তু ওদের সবারই
দাঁত ভেঙে রেখেছে সাপুড়ে ।
ছোবলে তাই কিছু যায়  আসে না ।  
কখনো-সখনো কেউ একটু বেশি উগ্র হলে  
সাপুড়ের বীণের কাছে সব শান্ত হয়ে যায়।


ঝোলার ভেতর ঝাঁপির অন্ধকারে বন্দি হয়ে
কোনও রকমে বেঁচে থাকা।
কোনও রকমে সব স্বপ্নভঙ্গতা নিয়ে দিনযাপন ।  

অথচ ওদের উদ্ধারের জন্য  
আজও সাপের সব বাচ্চা গুলো
এক হতে শিকলো না। শিকলো না এক হয়ে
সাপুড়ের বাড়ি ঘেরাও করতে।