কর্ণকুহরে অনবরত ফুসমন্তর  
কিংবা চাতুরী ভর্তি ভৎসনা যখন দেয় ওরা!  
বোধ বুদ্ধি  
পায় বিলুপ্তি
শান্তির রাজ্যের রাজারও হাতে
ভুল করে উঠে ধারালো ছোরা।    
রক্তপাত  
মুণ্ডচ্ছেদ
জন্মনেয় আবার নতুন ভেদাভেদ।  
তবে
এ মাটি সমতার কথা বলে
এ মাটি সমন্বয়ের কথা বলে
এ মাটি সংবিধানের কথা বলে

তাই জেনে রেখো ফুসমন্তরকারী
মুষ্টিবদ্ধ হাতের সারি
শতশত শূদ্র শম্বুকও  
এ মাটির...এ মাটির সমান অধিকারী।