তুমি ধনতন্ত্রের হাঙর হতে পারো  
আমরা আজ সমাজতন্ত্রের দলবদ্ধ ফিস ।  
          আর ছত্রভঙ্গ হবো না ।  


   তুমি পুঁজিবাদের হায়েনা হতে পারো  
আমরা আজ একসাথে থাকা সাম্যের হরিণ ।
        আর দৌড়ে পালাবো না ।    


   তুমি বুর্জোয়ার ক্ষুধার্ত চিল হতে পারো  
আমরা আজ গণতন্ত্রের ঐক্যবদ্ধ মেঠো ইঁদুর ।  
         আর পিঠ লুকবো না ।


   তুমি স্বৈরতন্ত্রের ষাঁড় হতে পারো  
আমরা আজ বিদ্রোহের বিষাক্ত কাঁকড়া বিছা ।  
       আর বুক চিতিয়ে মরবো না ।


এবার ছড়ানো-ছিটানো লাল রক্তের উপর বুনব  
    শান্তির বীজ আর সুস্থতার সবুজ চারা ।