উন্নয়ন নামক গাছটার গোড়ায় এই যে  
অক্লান্ত পরিশ্রমের জল তুমি আমি নিত্য ঢালছি।  
কখনো বা মূলের রসদ হয়ে এই যে
নিজেদের কে উজাড় করে দিচ্ছি,
গাছটা স্বতঃফূর্ত ভাবে বেড়ে উঠবে বলে ।
গাছটা চারিপাশ শীতল ছায়ায় ভরিয়ে দেবে বলে ।
কিংবা সবুজ সজীব বার্তা ছড়িয়ে দেবে বলে।


কিন্তু আজ যে সে গাছের ডালে-ডালে
পাতায়-পাতায় জাপটে জাঁকিয়ে বসেছে
শাসকের এক ঝাঁক শোষক পোকা ।
শুষে খাচ্ছে তার সব রস!
তার বেড়ে উঠার গতিকে করে দিচ্ছি রুদ্ধ।


তাহলে কি তোমার আমার
নিত্য পরিশ্রমের জল ঢালা বৃথা যাবে ?
তোমার আমার সব আশা সব স্বপ্ন মরে যাবে ?
অকালে কি ঝিমিয়ে শুকিয়ে যাবে গাছটা ?  


না কিছুই হবে না!!
গাছটার গোড়ায় পরিশ্রমের জল ঢালার সাথে সাথে
এসো আজ ছড়াই প্রতিবাদের স্প্রে,
শুধু ঐ শোষক পোকা গুলোকে তাড়াতে।

           **********