বাঁশের চোঙে ফুঁ দিয়ে
ধোঁয়া বেরোনো নেভা উনুন ধরান মা ।
চাপানো হাঁড়িতে তুলেন চাল ।
ভাত হয় । সাথে আলু সেদ্ধ হয় ।
ডিসের উপর নুন দিয়ে মেখে
খিদের সাথে আমাদের দীর্ঘদিনের
সখ্যতা এই ভাবেই ।


শুধু এখন
হাঁড়িতে চাল না থাকলে  
খিদে কে ভীষণ শত্রু মনে হয় ।


✍️০৩.০৫.২০২০