মাথার পাশে তুমি থাকো
মনের কাছে তুমি থাকো।
আশা দিয়ে ভরসা দিয়ে  
রোজই বাড়িয়ে দাও এ জীবনে  
এগিয়ে চলার রেশ...  
তুমি আমার প্রথম প্রেমিক  
   সিদ্ধিদাতা গণেশ।


চোখের পাতায় তোমায় আঁকি
বুকের খাতায় কবিতা রাখি।    
সারাটা দিন মনটা রঙিন
তোমায় নিয়ে আনমনে্তে  
কল্পনারই হয় না যে শেষ...  
তুমি আমার নৌকার নাবিক  
   সিদ্ধিদাতা গণেশ।


দুঃখের দিনে তুমিই সম্বল
কাছে এসে মুছিয়ে দাও জল।
ফাগুন আসে চারিপাশে  
কষ্ট গুলো এক নিমেষে
হয়ে যায় যে নিরুদ্দেশ...    
তুমি আমার চলার সাথি
   সিদ্ধিদাতা গণেশ।  


হৃদ মন্দিরে তোমার পুজো
প্রেমের দীপ জ্বালাই আজও।  
শঙ্খ বাজে সকাল-সাঁঝে
তোমার অপরূপ রূপের মাঝে
আঁখির পাতা হয় অনিমেষ...
তুমি আমার স্বপ্ন সারথি  
   সিদ্ধিদাতা গণেশ।