তুমি এক এক করে খুলেছো ধর্মশালা
ভক্তরা চেঁটে নিয়ে গেছে পা থেকে ধূলো
অথচ আড়ালে জ্বলেছিলে যৌনতার আঁচ  
আজ তারই উত্তাপ সবার সাম্মুখে এলো।  


কারো কাছে তুমি ধর্মগুরু। ঈশ্বরের দূত !
কারো কাছে আবার ভক্তিপূর্ণ স্ল্যাক্স বাবা,    
রুদ্রাক্ষের মালা গলায় ঝুলিয়ে রেখে
নরম মাংসে তবু বসাও কামনারই থাবা।  


বিলাস বহুল কক্ষ তোমার! নিরাপত্তা পক্ত!
হাত উঁচিয়ে ছড়াও নানান রঙের বাণী,  
তবু মনটা তোমার ত্যাগের নয় ভোগের
রাতের শয্যায় নিত্য বদলাও সঙ্গিনী।  


লালিত্যের নয়! লাম্পট্যের লালটিকা
আজও তোমার সারাটি ললাট জুড়ে,  
ভেবো না সব স্বাধ্বীর বোবা আর্তনাদ
তোমার দম্ভের কাছে থাকবে চুপ করে।


সাধক নও ধর্ষক তুমি! ব্যভিভারী।
ধর্ম দিয়ে ঢাকো কুকীর্তিরই আলো,  
তোমার ভক্তির ভাঁড়ে ভক্তি নেই
ভরে আছে শুধুই হিংস্র নগ্নতা গুলো।


ধর্মের কাছে শান্তি বাঁচে! শান্তিতে সুখ।
কেউ যদি হয় ধর্মের নামে অধার্মিক! ভণ্ড!  
তারই দিকে ধিক্কার ঘৃণা ছুঁড়ুক শতশত মুখ।