স্মৃতিরা দীপের মতো জ্বলে ।
আজও কখনো সখনো
ফেলে আসা সময়ের বাড়ি গেলে।


প্রীতিরা দ্বীপের মতো বলে ―
কেন বাঁধলে না জীবন তরী
তার বুকে সুখের নোঙর ফেলে ।


চেনা মুখ চেনা সুখ ডুবেছে অতলে ।
বুকে দীর্ঘজীবী দ্বীর্ঘশ্বাস, এখন
শুধুই কাঁকড়ার মতো বুদবুদ তোলে ।


যেখানেই থাকো ভালো থেকো আসলে ।
তোমার মুহূর্তরা ময়ূরের মতো
সারাজীবন থাক সুখের পেখম মেলে ।