নরম পাউরুটির উপর কামনার শাণিত ছুরি চালিয়ে
তুমি খাবলে নিচ্ছ তার দেহের সম্ভ্রম। তার আর্তনাদকে
তোয়াক্কা না করে  ছুরির ডগায় মাখন লেপটে  
মিটিয়ে নিচ্ছ তোমার  আদিম বুনো ক্ষুধা।    
আর আমি এ সব দৃশ্য দেখে ফেলেছি বলে  
জানি! তুমি ঠিকই উপড়ে নেবে আমার দুটি চোখ।

ঝিনুকের বুক থেকে মুক্তো চুরি করে এনে  
তুমি মোটা টাকার লোভে তা পাচার করে দিচ্ছ অন্যত্র।  
মানবিকতাকে দু পায়ে মাড়িয়ে কত কোল শূন্য করে  
খামারে মজুত করছ লালসার ফসল ।
আর আমি এ সব ঘটনার সাক্ষী হয়ে গিয়েছি বলে  
জানি ! তুমি ঠিকই কেটে নেবে আমার এই জিভ।    


কাকের সাথে কোকিলের দাঙ্গা বাঁধিয়ে; সুযোগে  
দু-চারটে পাহারাদার ফিঙের ধড় থেকে গর্দান আলাদা
করে, তুমি আবারও হাতের মুঠোয় রাখছ এলাকা।
বসছ পুনরায় ক্ষমতার মসনদে।    
আর আমি এ ষড়যন্ত্রের প্রমাণ লিখে যেতে পারি বলে  
জানি! তুমি ঠিকই কেটে নেবে এ হাতের সব আঙুল ।


তবে জেনো আমার প্রতিটি রক্ত ফোঁটা অক্ষর হয়ে
ঠিকই মিশে যাবে শ্রমজীবী মাটির বুকে
আর জেগে উঠবে এক একটা
প্রতিবাদের জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে ।  

কেননা সত্য কোনো দিন চাপা থাকে না
সে বেরিয়ে আসবেই... সে বেরিয়ে আসবেই।