হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পথের উপর
পড়ে আছে ছেলেটি ।
যার গলায় টানা ছুরির একটা সরলরেখা ।
যা থেকে চুয়ে চুয়ে পড়ছে বদরক্ত।
কে বা কারা যেন তার
শিরদাঁড়া - পাঁজর ভেঙে
অবলীলায় ফেলে দিয়ে গেছে এখানে।
অথচ তার ভেতরে এখনো... এখনো
ধিকিধিকি বেঁচে আছে প্রাণ।
যার নিথর স্থির চোখের উপত্যকা বেয়ে
গড়িয়ে পড়ছে জল
বাঁচার আর্তনাদের সুরে।


অথচ ছেলেটির নাম কী?
ছেলেটির পরিচয় কী? কোথায় থাকে ?
তাকে ঘিরে থাকা লোক জনেরা
কেউ কিছুই বলতে পারলো না !
শুধুমাত্র একজন খাঁটি দেশপ্রেমিক বলল -
ছেলেটির নাম -স্বাধীনতা।