চিন্তারা আজ একমুখী হয়েছে ; মনটা কি তাই চুপচাপ?
সেই তো জয়ী । যে সব ভুলে ছড়াতে পারে আলোর উত্তাপ।  


অস্বস্তির মাঝে উদ্বেগ বাঁচে। উদ্বেগের মাঝে থাকে অনুতাপ।  
তাই বলে কি আজ ফুটাবে না ! ও ঠোঁটের উপর হাসির গোলাপ?  


আলো আঁধার নিয়েই পথ চলা ! ভালো মন্দ নিয়েই তো সংলাপ।
পারলে যত্ন করে দিয়ে দিও; সব দুঃখের বুকে সুখের অটোগ্রাফ ।  

চোখের পাতায় ক্লোরোফিল আনো; মনের ডালে পাখির প্রলাপ।
দ্যাখো কর্পুরের মতো উবে গেছে নিমেষেই; জমাটা বাঁধা সন্তাপ ।  


অভিজ্ঞতারা আঁধার পোড়ায়; রাখে জীবন তটে সমৃদ্ধতার ছাপ ।
ভেঙে পড়া নয় ! দৃঢ়তার হাত ধরে পেরাতে হয় জীবনের ধাপ।  

দূরে তাকিয়ে দ্যাখো ! ঐ যে রোদ উঠেছে ! খুশিরা বদলেছে নাম।  
হাওয়ার ডানায় আসছে ভেসে; নতুন কোনো সাফল্যের টেলিগ্রাম ।