ওই যে দূরে নদীর চরে এখনো
দাবানলের মতো দাউদাউ করে জ্বলছে
আমারই বন্ধুদের গণ-চিতা!
ওই যে পাশের নির্জন গোরস্থানে  
এখনো কোদাল দিয়ে খোঁড়া হচ্ছে
আমারই ভাইদের করব !
ওরা আজও দল বেঁধে আসে    
খাবলে নিয়ে যায়
আমারই বোনদের শরীর থেকে
বেল ফুলের পাপড়ির মতো পবিত্র ইজ্জৎ ।  
গলাকাটা অবস্থায় এখনো পড়ে আছে
আফসার চাচা...
সাহিদা চাচি...
সালমা ভাবী...
রক্ত ধুইয়ে যাচ্ছে সময়ের দুটি পা !  


এখন তুমি হৃদয়ের আবাদ ভূমিতে
প্রেমের বীজ বুনতে বলও না !
বলও না- সোহাগের জ্যোৎস্নায় ভিজে
সুখের জোনাকি ধরতে।


এখন যে হাতে প্রতিবাদের তরোয়াল
তুলে নেবার সময়! এখন যে-  
বুকের বারুদে আগুন লাগাবার সময়।


         ******