তুমি পাশে না থাকলে
এতো বৃষ্টির কী বা প্রয়োজন।
ভিজুক যতই পথ-ঘাট
ভাসুক যতই সবুজ মাঠ
বুকের ভেতরটা সেই তো
ধু ধু মরুর মতন...।



তুমি যাকে ভাবছো !
সে ভাবছে অন্য কোনো জন কে,
পিপিলিকা মন তবুও
আপন ভেবে যায় আগুন কে !!  



বৃষ্টিরা অক্ষর হয়ে ঝরলে মাটির অভিধানে।
বীজেরা সে অক্ষর চিনে চিনে সবুজ হতে জানে।।