তোমার বয়স এখন সবুজ ডাব ডাব
   আমার ওই তো নারিকেল নারিকেল ভাব,  
  একই গাছের দুই দিকে যখন ঝুলতে থাকি
এসো না দুলতে দুলতে জমিয়ে দিই একটু ভাব।    


     তোমার মন এখন চঞ্চল ভ্রমর ভ্রমর  
  আমার প্রস্ফুটিত ফুলের মত ডালের উপর,
সব অপেক্ষা ভেঙে তুমি এসে বসো পাপড়িতে
ভরিয়ে দিই আমার নিভৃত কামনার যত আদর।  


      তোমার কথারা এখন মৌটুসি মৌটুসি
   আমার বটের তলে বাজা রাখালিয়া বাঁশি বাঁশি,
মিষ্টি আলাপের মিষ্টি প্রলাপে হাওয়া'দের পিঠেতে  
এসো না ভাসিয়ে দিই আমাদের অনুভূতি হাসাহাসি।    


     তোমার শরীর এখন নির্ভীক শামুক শামুক
   আমার জ্বলজ্বলে স্বপ্নে আলোকিত মুক্তো ঝিনুক,
এসো না সিক্ত নোনা বালির ঘ্রাণে নীল সৈকতে বসে  
মেখে নিই এক সাথে যত উষ্ণ প্রেমের অপার নিবিড় সুখ।  


      তোমার ইচ্ছেরা এখন বর্ষার নদী নদী
   আমার উড়ন্ত ভুবন চিলের ডানার মত অভ্রভেদী,    
হাতের এ গুচ্ছ মূলে তোমার হাতের গুচ্ছ মূল জড়িয়ে দাও
এক সাথে এ জীবন বৃক্ষ সবুজ সুখে সাজিয়ে যাই নিরবধি।    


                     *******