তুই চাঁদ হয়ে যা !
আমি মেঘ হয়ে -
আরও একবার না হয়  
তোর ঘাড়ের পাশে
আলতো করে এঁকে দেবো
উষ্ণতার কাঁকড়াবিছা ...


তুই নদী হয়ে যা !
আমি সাগর হয়ে
আরও একবার না হয়
তোকে বুকে জড়িয়ে রেখে
উচ্ছল গতিতে আছড়ে পড়বো  
সোহাগের সৈকত ভূমিতে ...


তুই ফুল হয়ে যা !
আমি ভ্রমর হয়ে
আরও একবার না হয়
তোর ২৪ ক্যারেট সৌন্দর্যের
পাপড়িতে পাপড়িতে
লিখে দেবো টাটকা সুখের গল্প ...    


তুমি বৃষ্টি হয়ে যা !
আমি মাটি হয়ে
আরও একবার না হয়
তোর সান্দ্র স্পর্শতার সাম্রাজ্যে
অঙ্কুরিত করে তুলবো
সবুজ স্বপ্নের শত শত বীজ ...