মাটির নাভিমূল থেকে মেঘের মাথা অবধি
রাত্রির পাঁজর ফুঁড়ে নীরবতা চূর্ণ করে
ছুটে যাচ্ছে আতসবাজির সারি।
মেলে দিচ্ছে নিমেষেই চোখ ধাঁধানো  
আলোর পাপড়ি। উড়ে যাচ্ছে ফানুসে ফানুসে
স্মৃতি, প্রীতি আর নতুন অতিথির কথা ।
আমরা আত্মমগ্নতায়
দড়িছেঁড়া গানের সুরে
কষা মাংস ও হুইস্কিতে গলা ভিজিয়ে ;  
নতুন আশার ফুল চন্দন নিয়ে
নতুন স্বপ্নের মালা নিয়ে
নতুন সুখের বরণ ডালা নিয়ে
কোমর দুলাতে দুলাতে বরণ করছি
নতুন বর্ষ কে।
পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে বলছি-
'হ্যাপি নিউ ইয়ার '    


ওদিকে  
সারাদিন ভিক্ষা করার পর ...
শীতের এ রাতে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা
ট্রাকের তলায় চটের বস্তায় শরীর লুকিয়ে;  
মায়ের সাথে শুয়ে থাকা ক্ষুধার্ত ছোট্ট মেয়েটি
মা'কে জড়িয়ে প্রশ্ন করে-    


'বাইরের এতো আলো আজও কেনো আমাদের
         উষ্ণতা দিলো না মা ?'