অদেখার আড়ালে অপেক্ষা জমে। ত্বকের আড়ালে মেদ।
অভিমানগুলো জমাট বাঁধলেই জন্মায়, জেদ।


ওকে আর করব না ফোন। বলব না কথা কোনদিন।
ভাবনাগুলো যখন ঘোরে। মনও তখন পরাধীন।


ভালোবাসারই কম-বেশি। এই যখন মুখ্য বিষয়।
ভরসা রেখো- সবকিছুই প্রমাণ করে দেয় সময়।


সম্পর্করা তো সুস্থতা চায়। পেতে চায় তারই গুরুত্ব।
সন্দেহ ও অবিশ্বাস সামনে এলে। জেনো সবই মৃত।


দূরত্ব কিন্তু বাড়ায় ক্ষত। ব্যথা মানে না বশ্যতা।
অন্যকে দোষ দিও না। স্বীকার করো নিজ ব্যর্থতা।


ভালোবাসা যে বাঁচার আশা। করো না হিসেব-নিকেশ।
স্বপ্নের সবুজ চারা পুঁতে, শুধু গড়ে তোলো সুস্থ পরিবেশ।