মাগো আমি তোমার ঋণ শোধতে পারবনা
তুমি কত ব্যথা কত যন্ত্রণা সহ্য করে
প্রকাশিত করেছ আমায় দেখিয়েছ আমায় আলোর মুখ ।
মা তুমি অনাহারে রয়েছে কেবলমাত্র আমার আহারের জন্য -
আমি নিরব চোখেতে দেখেছি তোমার পাথর বাঁধা হৃদয় ।
আমার আড়ালে তুমি কেদেঁছ অনেকবার
আমি কাছে এলে তুমি হাসতে হাসতে মোছেছ চোখের জল ।
হাতে তুলে দিয়েছো খেলনা গাড়ি, পরিয়ে দিয়েছ নতুন জামা ।
অনাহারে, অতৃপ্তে থেকেছ তুমি আমাকে দিয়ে চাপা ।
মা তোমার শতকষ্ট হলেও বিরত হওনি তুমি,
তুমি আমায় শিখিয়েছ - মানুষের মতো মানুষ হতে।
আমি সেই স্রোতে ভেসেছি, ভাসিয়েছ তুমি যে স্রোতে ।
মাগো, আমার নিরব চোখ আজ ডাগর হয়েছে,
মানুষের মতো মানুষ জানিনা হয়েছি কি না...!
মাগো, আজ তোমার ব্যথিত হৃদয়ের স্পন্দন আমি স্পষ্ট অনুভব করি ।
মাগো, তুমি আমার পৃথিবী ।
সবাই বলে আজ অনেক বড় হয়ে গেছি, শুনলে বড়ো দুঃখ হয় মনে ।
বড়ো হতে চাইনা আমি, তোমার সেই ছোট্ট খোকা হয়ে থাকতে চাই আজীবন,
আদরে আব্দারে থাকতে চাই তোমার কাছে
বারবার ফিরে আসি মা যেন
তোমার স্নিগ্ধ কোলে ।