এইতো সেদিন গিয়েছিলাম
বোলপুরের ওই স্থানে
মনটা যেন স্থির হলো ওই রবী ঠাকুরে গানে ।
বড়ো একটা বট গাছ যার ডালপালাতে ঘেরা
পাশে বললো ওইখানেতেই
পড়তো সকল ছেলেরা  ।
ইচ্ছে হলো হঠাৎ আমার নোবেল দেখা নিয়ে
নোবেলের মতো, নোবেল নয়
আসল নোবেল সে তো  পালিয়েছে চোর নিয়ে ।
বোলপুরের ওই মাটিতে বসে লিখেছেন মন দিয়ে
আসতেন যদি ধ্বজামনি পুরে
ক্ষনিক সময় নিয়ে ।
বাড়তো যে ওনার কিছু কবিতা, বাড়তো কিছু গল্প
সবাই মনে রাখতো ধরে ওই গল্প অল্প-স্বল্প ।
গ্রামের সৌন্দর্য ভারি সুন্দর,
নয়কো বেশি দুর
শুধু বলবেন হাতিরাম পুরে
      " যাবো ধ্বজামনি পুর " ।।