এবার প্রেম চাই প্রানে
প্রেম সমুদ্দুরে লাল রং ছড়িয়ে দিতে চাই
বাংলার নদ নদী ভাঁটফুল সবাই কে জানাতে চাই ।
পাথুরে পাহাড়ের সর্বোচ্চে চড়ে চেঁচিয়ে বলতে চাই...
সবাই বলে প্রেম হল পুরস্কার সেই প্রেমের পুরস্কার লাভ করতে চাই আমি তোমার কাছে
তুমি এসো কাছে..
আমি ধন্য হব তোমার ছোঁয়াতে ।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য কে ভালোবাসতে ছাড়ব না ।
ওই প্রেমের সাথে এই প্রেম বাঁধবো
প্রেমলতা তে..
সার্থকতা পাবে জীবন..
বসবো গিয়ে পাহাড়ের ওই পাথর টার
ওপর..
চোখে চোখ রাখব..
মৌন হয়ে অনেকক্ষণ রইব
কথা হবে শুধু চোখে চোখে ।
যখন সন্ধ্যা হবে তখন চাঁদের আলো ঠিকরে পড়বে তোমার শরীর
এমন সময় দখিনা বাতাসে জুড়াবে দহন-হীয়া..
আমি আর কোন কথা বলবনা
শুধু..দেখব তোমায়
আর বলবনা "এবার প্রেম চাই"