মাগো তোমায় মনে পড়ে,
মনে পড়ে সেদিনের সেই দিন গুলো
যেদিন কাশের বনে দোলা লেগেছিল নদীর জলের ঢেউ..,
দেখে আমি বলেছিলাম
মাগো তুমি ছাড়া এ জগতে আর নেই কেউ...।
শিউলির গন্ধে মনটা উল্লাসিত হতো
পূজোর দিন গুনতাম বারবার কত।
আজ সে শিউলির গন্ধে কান্না আসে
ব্যথিত করে মন...!
পুজোয় নতুন জামা চাই বলে
করে থাকতাম পন...
আজ আমার জামা আছে মা তুমি কাছে নেই আর...
আমায় ছেড়ে চলে গেছো তুমি, কোন নদীর পাড় ।
কদিন পরেই পূজো মাগো.. পড়বে কাঠি ঢাকে..
আমি জানি মাগো সাড়া দিবেনাকো আমার শত ডাকে ।