সূর্যাস্তের শেষ রং মুছে গেলে
সাঁঝ আকাশে যে শূকতারা ওঠে তা তুমি!
সন্ধ্যা একটু ঘনিয়ে এলে
তারার যে ঋষি মন্ডল দেখা যায় তা তুমি!
গভীর রাতের অন্ধকারে যে ধূমকেতু দেখা যায় তা তুমি!
এভাবেই দেখলাম তোমাকে কলেজের পথে..
চোখ নামাতে পারিনি ভুলতে পারিনি
তোমার সৃষ্টি কবিতার পরিবেশ ।