আজ আমার জন্মদিন?
না হে না আজ আমার জন্মদিন না।
হয়তো আজকের দিনে
বিধাতা আমার শরীরকে ছুঁড়ে দিয়েছিল
এই বাংলা মায়ের বুকে।
তবুও আজ আমার জন্মদিন না
আমি প্রত্যাহ জন্ম নিই
আমি সেদিনও জন্ম নিয়েছিলাম
আজ আবার জন্ম নিয়েছি
ভবিষ্যতে আরো জন্ম নেব
প্রত্যেক দিন জন্ম নেব।
জন্ম নেব অসহায়, দরিদ্রায় মায়ের কোলে
মুক্তমনা হৃদয় আর বিপ্লবী চেতনা নিয়ে ।
জন্ম নেব গরীব ঘরে,
জন্ম নেব মূর্খ ঘরে
দরিদ্রতা, মূর্খতা ঘোঁচাতে ।
আমরা যাদের নীচু বলি
তাদের নীচু, হৃদয়ে বারবার জন্ম নেব।
জন্ম নেব অন্ধকারে,
জ্বালবো জ্ঞানের আলো সবার হৃদয়ে।
জন্ম নেব সামাজিক অবক্ষয়ের ওই লাল দেয়ালে
জন্ম নেব বিপ্লবীদের উত্তপ্ত রক্তে।
জন্ম নেব সেই অজ পাঁড়া গ্রামে,
যারা দেখেনি কখনো ভিন্ন মানুষ
গোটা এলাকা জুড়ে ।
আর আমার গ্রামের ঈশান কোনের ওই
একহাত জমির উপর নবান্নের ধান হয়ে।
জন্ম নেব শহীদ পরিবারে,
সন্তানহারা সেই মাযের
অশ্রুভেজা স্নিগ্ধ, শীতল কোলে ।
জন্মাবোনা কোন কাব্যে
জন্মাবোনা কোন পুঁথিতে।
বারবার জন্ম নেব এই বাংলা মায়ের বুকে,
জন্ম নেব বাংলা মায়ের
                          দামাল ছেলে হয়ে।
(17:10:16/06:50PM)