হঠাৎ হলো অচল পাঁচশো হাজার টাকা
কী করবি ছুটে বেড়া শাখা থেকে শাখা।
কালো বাজারী রুখতে নাকি এই পদক্ষেপ
মানুষ গুলো টাকা বদলায় ব্যাঙ্কে করে নিক্ষেপ।
বলছে নাকি পাঁচশো হাজার তুলে নেবে রে ভাই
যা যা ব্যাঙ্কে যা সেথায় গেলে যদি মেলে ঠাঁই।
গিয়ে দেখে লম্বা লাইন গুঁতোগুতি করছে
পেছনে কেউ ঠেলে দিলে জুমড়ি খেয়ে পড়ছে।
ওই মানুষ গুলোর কী অবস্থা দেখবি একটি বার
নোট গুনে গুনে পারছে নাকো শিরদাঁড়া সোজা করার।
মহিম সেদিন মজুরি খেটে পাঁচশ টাকা আনে
হঠাৎ যেন বাজ পড়ল টিভির খবর শুনে।
মুদিখানার চারপাশটাতে ঘোরাঘুরি করে
গিয়ে বলল চাল দাও টাকা নাও ফেরত দিও পরে
দোকানি বলল ফেরত ঘুরত কিছু হবে না
পাঁচশো হাজার কিছু রইবেনা।
মহিম শুক্ন মুখে ফিরে আসে বাড়ির সামনে
মনে ভাবে মহিম আমরা বোধ এভাবেই মরব সবার সামনে।
(৯ই নভেম্বর,সকাল৯:১৩)