নমস্কার!
আমি কীভাবে ইউটিউবে আমার আবৃত্তি ডাউনলোড
করব যদি কেউ বলেন তো ভালো হয় খুবই ।
নমস্কার!
আমি কীভাবে ইউটিউবে আমার আবৃত্তি ডাউনলোড
করব যদি কেউ বলেন তো ভালো হয় খুবই ।
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ৫টি মন্তব্য এসেছে।
না পারলে জানাবেন।
কবি হাসেম আলি ৫/২/২০১৬ তারিখে বলেছেন, সেটাই এখানে দেওয়া হল :-
নিচের কয়েকটা স্টেপ ফলো করলে হয়ে যাবে আশা রাখছি ঃ
১) প্রথমত আপনি ফোন কিংবা পিসি -তে কবিতাটি রেকর্ড করুন । ফোন এবং পিসি দুই ক্ষেত্রেই থাকে সাউন্ড রেকর্ডার । সেখানে আপনি খুব সহজেই পারবেন করতে ।
২) যদি আপনার ইচ্ছে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের তাহলে রেকর্ডিং এর সময় ব্যাকগ্রাউন্ডে পছন্দমত মিউজিক চালিয়ে দিন ।
৩) এর পর এই রেকর্ডেড অডিওটি ভিডিও বানানোর পালা । ফোন কিংবা পিসি দুই ক্ষেত্রেই মুভি মেকার থাকে, না থাকলে সহজেই ডাঊনলোড করে নিতে পারবেন প্লেস্টোর থেকে ।
মুভি মেকারটি খুললেই আপনি অপশনগুলো পাবেন । প্রথমেই আপনাকে সাউন্ড ফাইল সিলেক্ট করতে বলা হবে। আপনার রেকর্ডেড কবিতাটি সিলেক্ট করুন । এর পর অপশন পাবেন ফোটো সিলেক্ট করার । আপ্নার পছন্দমত এবং কবিতার মানানসই ছবি আপনাকে সিলেক্ট করতে হবে । প্রত্যেকটা ছবি কত সেকেন্ডের জন্য দেখাবেন সেইসব অপশনও পাবেন ।
৪) এবার ভিডিও বানানোর পালা। মেক মুভি বাটন টিপলেই আপনার অডিও আর ছবি মিলে ভিডিও হয়ে যাবে। দু চার মিনিট সময় লাগে ।
৫) এরপর ভিডিওটি সেভ করুন । মুভি মেকারে সরাসরি অপশন পাবেন ইউটিউবে আপলোড করার । ইউটিউবে নিজস্ব একটা আ্যকাউণ্ট বানিয়ে আপলোড করে ফেলুন।
৬)ইউটিউবে গিয়ে আপনার কবিতার লিঙ্কটা কপি করুন ।
এরপর আসরে আপনার কবিতার পাতায় গিয়ে লিঙ্কটি পেস্ট করুন ।
*** সময় পেলে আজই শুরু করুন , হাতে কলমে করলে আপনার বুঝতে সুবিধে হবে আসলে ব্যাপারটা খুব সোজা।
* ফোনে লিখলাম বানানভুল মার্জনা করবেন ।
বেস্ট অফ লাক কবি ।
আপনি হয়তো বুঝাতে চেয়েছেন কিভাবে আপনার আবৃতি ইউটিউবে আপলোড দিবেন।
যদি আমার ধারনা ঠিক হয় তাহলে,,,,,
ইউটিউবে সাইন-আপ করুন।
তার পর একটা চ্যানেল খুলুন।
সেখানে আপনার আবৃতি আপলোড করুন।
সেখান হতে আপনার আবৃতি সবাই ডাউনলোড করতে পারবে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.