নিঃসঙ্গতার গল্পে আমি থাকতে চাইনি,
তবুও আমাকে টেনে আনা হয়েছে,
অজানা গহীন কোন সমুদ্রের খাড়ি থেকে শত বালিয়াড়ি পার করে,
এখানে আমার অবস্থান।


হয়তো একদিন করবো প্রস্থান,
কিন্তু মুখ দেখবো না আমার প্রিয়জনের,
হাসবো না আগের মতো,
বাসবোনা পৃথিবীর মানুষগুলো আগের মতো ভালো,


এই বিষাক্ত নগরী থেকে,
এক সময় পূর্বের মতোই
নক্ষত্রের মতো ছুটে যাবো নিঃসঙ্গপূরীতে
আবার, আবার এবং আবার!