বাংলা কবিতা এক অনবদ্য নাম,
যে নামে মিলে রয়েছে কবিতার জটিলতা।
কবি ও কবিতার আসরে আমি,
সামান্য এক বিন্দু জলের ছিটেফোঁটা।


হঠাৎ স্বপ্নময় কিছু কবিতার চলাফেরা
কিছু ব্যস্থকথন আবার একীভূত হওয়া।


ভাবনার আকাশে হঠাৎ শঙ্খচিল
কেউ ফেলে আসা অতীত,
কারো আবার সুদূর ভবিষ্যৎ,
কবি ও কবিতার ঘনিষ্ঠ এক মিল।


কেউ ভাবে হারানো প্রিয়জন
কেউ ভাবে মনের অবগাহন।


এই কবিতার ভিড়ে ফেলে আসা অতীতকে
দূর অতীতে ঠেলে,
অজানা স্বপ্নের পথ পাড়ি দিয়ে আমরা
হাজারও কবি স্বপ্নকে ধরবো মেলে।


ভালবাসা থাকলো বাংলা কবিতা ওয়েবসাইটের সকল কবিদের প্রতি..!