পূর্ণিমার স্নিগ্ধতাতো সে রাতে ম্লান হয়েছিলো,
যে রাতে প্রথম নিয়ন বাতি জ্বলেছিলো
ব্যস্ত কোনো শহরে।


সে অনেক আগে


এরপর থেকে কোনো রাতেই আর
পূর্নিমা তার অনিন্দ্যতা পুর্ণ প্রকাশ করতে পারেনি।
নিয়ন বাতির পূর্বে শহরগুলোতে রাতে
অনেক নিস্তব্ধ থাকতো,
প্রিয়া নামক শব্দটা তখন আপন ছিলো।


যদিও এখনও আছে ।