আমার জীবনের পথচলা যাকে দিয়ে শুরু
তিনি আমার মা।
আমার চৈতন্য হবার পর,আমার আশ্রয়স্থল হিসেবে আমি যাকে চিনেছি
তিনি আমার মা।
আমার প্রতিটি পদচারণা যার ঠোটস্থ, আমার মনের প্রতিটি অবাক্ত অনুভুতি যার আতস্থ
তিনি আমার মা।
আমার হাসির অর্থ, কান্নার ভাষা কিংবা চোখের চাহনি যিনি উপলব্ধি করতে পারেন
তিনি আমার মা।
আমার মুখে মেঘের ঘনঘটা বা রৌদ্রউজ্জ্বল আকাশ যিনি পযবেক্ষন এর ক্ষমতা রাখেন,তিনি আর কেউ নন
তিনি আমার মা।
যখন পুরো পৃথিবী আমাকে ছিটকে ফেলে দেয়,তখন যে মানুষটি শক্ত খুটির মত আমার পাশে দাড়ায়,
তিনিই আমার মা।
আর যখন প্রশংসায় পঞ্চমুখ হয় সমাজ,তখন যার মুখে সব চেয়ে প্রসস্ত হাসিটা ফুটে উঠে
সেই মানুষটিই আমার মা।
যৌবন এ পদারপন করার পর ও যার কাছে আমার শৈশব এর চৌকাঠ এখনো পেরোইনি
সে আমার মা ছাড়া কে হতে পারে?
আদিক্ষেতা করে যাকে কখনই বলা হই নি"অনেক ভালবাসি তোমায়"
সে আমার মা ছাড়া আর কেউ নয়।
সে আমার মা
আমার মা
আমার মা।।।।।