আমি বেসামাল, আমিই উড়িয়া
তোকে পেতে এখন বেশ মরিয়া
কত যে উন্মাদ আমি তোর জন্য
দেখনা এবার পেছন চাহিয়া ।


ভাল লাগছে না আর এভাবে থাকতে
কতক্ষণই বা আর থাকা যায়
তোর অভাবে যে এখন আমি নিষ্প্রাণ
ফিরে আয় করছি দোহাই ।


ওই নিরুত্তাপ, হ্যাঁ তোকেই বলছি
এইবার অন্তত ফিরে আয়
ফিরে এসে আমাকে ভাসা
হিম, শীতলতা  আর আনন্দের বন্যায় ।