ইটের উপর চলছে, আঘাতের পর আঘাত
এটি চলমান, কপাল থেকে টপ- টপ করে ঝরছে ঘাম ।
সারা শরীরে ধুলোময় পরিশ্রমের ঘাম
দু বেলা পেট ভরে খাওয়ার জন্য এই ঘাম।
দুই হাত চলমান, অনেকটা মনের বিরুদ্ধে যুদ্ধ, প্রতিনিয়ত।


শ্রমিক… শুধু একটি শব্দ নয়, একটি বিপ্লবের নাম।
পৃথিবী পরিবর্তনের অন্য এক পাথেয় ।
শ্রমিকের ঘাম না ঝরলে, অট্টালিকা তৈরি হত না।
বিশ্বের রঙ নানা ভাবে সাজতো না ।
শ্রান্ত, ভ্রান্ত, ক্লান্ত দেহেও চলে ঘাম ঝরা
করতে শুধু আলোকিত চেনা বসুন্ধরা ।


আশা একটাই, তৃপ্ত হোক সবাই, নিয়ে পূর্ণ মনভরা ।
কিন্তু, মনভরা মনগুলো হয় কী তৃপ্ত কভু ?
দেয় কী ঘামের মালিককে তার বরাবর দাম ?
নাকি করে অবহেলা, সকাল থেকে সন্ধ্যাবেলা
দেয় শুধু আঘাত, ন্যায় ঐ ইটেরই প্রতিঘাত ।


শ্রদ্ধা আমার তাদের প্রতি
সেই সে মেহনতী সংগ্রামী মানুষ
বুকে টেনে নিই সবাই মিলে
ভেঙে অহংকারের জৌলুশ ।