প্রচণ্ড শীতল বাতাস জমে আছে চারপাশটায়।
আষাঢ় মাসের শেষ সময়।
গত দু'মাস তেমন একটা বৃষ্টির দেখা না মিললেও এই কয়েকদিন যাবৎ বৃষ্টির মালিক ইচ্ছেমতো জমিনে পানি ছিটাচ্ছেন।
এমন বৃষ্টি ও দমকা হাওয়ায় আমার মন এলোমেলো হয়ে ছুটে চলে অনেক দূর।
অবশ্য এই ছুটে চলার গন্তব্য শহরের কোন স্টেশন তা এখনো নির্ণয় করতে পারিনি।
হিমেল হাওয়ার স্পর্শ আমার মনে উতলা জন্মায়।
মেঘাচ্ছন্ন পরিবেশ, মৃদুল বাতাসের তীব্র দোলা, আকাশি রংহীন একটা অস্বচ্ছ আলোর ছাদ!
কবিতার ছন্দের মতো পাখির ডাক, কাঁঠাল ছায়ায় আশ্রয় নেয়া আদুরে কবুতর।
বেশ না?
একটি মনকে অংকিত করতে আর কী লাগে?
আমি বসে আছি এমন একটি কবিতার মতো ছায়ার নিচে, ভালো জমছে এই আলোকিত বৃষ্টির ঘ্রাণ!
ভালো লাগছে এই সন্ধ্যার বর্ণিল ফুল।
আমি ভাবছি, এই সন্ধ্যায় একটু বেরুবো, বেড়াবো, ঘুরবো।
প্রাণভরে নিশ্বাস ফুঁকে মিছিল করবো।
চিৎকার চেচামেচি করে বলবো-
আমি বৃষ্টি ভালোবাসি।