কিছু মুহূর্ত নীরবতার মধ্যখানে, ভাবনাগুলোর অন্তরালে
পৃথিবীর ঘূর্ণন, রবির আলো সবই থাকে আড়ালে
ঠেকিয়ে মাথা টেবিলের উপর, ঘুমকাতর যে রাতভোর
ভাবা হয় অনেক কিছু, তবুও চোখ কচলে।


রোমান্টিক ভাবনা, জোছনার আলো পূর্ণিমার চাঁদ
মেঘের গর্জন, বর্ষার বর্ষণ সবই লাগে বিষাদ
যায়না পাওয়া কিছুতেই একটুখানি স্বাদ
মুহূর্তের কাছে চাওয়া গুলোই বড় অপরাধ।


ফেরারি প্রানের কোনায় কোনায় সহস্র আঘাতের দাগ
জ্বলে পুড়ে মরলেও নেই কোন ক্লান্তি ভরা রাগ
খোঁজা হয়না আর সোনার প্রবাল, নুর ভরা অভিমান
ক্ষত বিক্ষত রুপে, কোথাও নেই নিজের জয়গান ।


শেকলবন্দি আত্নায় স্মৃতির রঙ বড়ই নড়বড়ে
সারি সারি উড়ন্ত পাখি, ডানা মেলে নিজের অজান্তে
নয়নে কখনো ভেসে উঠে পূর্বের ঝরাপাতা
চলে আসছে যার অবিরাম অবাক ধারাবাহিকতা।


নিশীথের কোন ডাক প্রতিধ্বনিত হয় অবিরত
শুনতে চায় মন, শোনা যায় যত দ্রুত
ক্ষনে ক্ষনে জেগে উঠা স্মৃতির মোহনা, আর ভয়াল জড়তা
পূর্বের ডাকের মতই নিয়ে আসে একরাশ শুন্যতা।