কৌশলে বৃদ্ধাঙ্গুল ভিক্ষায় হয় না গুরুদক্ষিণা,
    জীবন্ত হয়ে ওঠে আমার মতো হাজারও একলব্য।


    একলব্যরা আদিকাল থেকেই পরাজিত,
    কিন্তু তারা মরে না।


    ঈশ্বরণীয় হয়ে থাকে দ্রোণগুরু,
    অর্জুনদের মতো মুখোশধারী গুরুদেবেরা--
    যাদের চারপাশে কেবল অভিজাত পান্ডবদের
    ভীড়।


    নিম্নবর্ণ,নিঃস্ব সমাজের আমি
    অবহেলিত একলব্য,একাই লড়াই করে চলেছি।
    তবুও প্রতিবার পরাজিত হই, ভন্ড সমাজে-
    অগণিত বার পরাজিত হয়েছি ইতিহাসে।


    কিংবদন্তি বলে,শ্রীকৃষ্ণের বরে
    বধ হবে আমারই হাতে- অজ্ঞাতে পরজন্মে।
    ধৃষ্টদ্যুম্ন রূপে কুরুক্ষেত্রে।
                               (অনুসরণ মূলক কবিতা)