সন্ধ্যার সাথে সাথে,
বাদুড় চলেছে ফলের সন্ধানে;
গাছে গাছে বসে--
একটি ফল পাওয়ার আশায়।...


একটি ফলও নেই তার ভাগ্যে,
চলেছে সে ধীরে ধীরে বাসার দিকে,
পথ চলতে পারছেনা সে পেটের ক্ষুদায়;
তবুও চলেছে সে পাখার সহায়,ফলের আসায়।