আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
সদ্য স্নাতকোত্তর পেরিয়ে
বেকারত্বের হাতকড়া পরে আজ বন্দী।


আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
যেখানে বাঘ আর ছাগল একই সঙ্গে জল খায়--


আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
যেখানে দিনের পর দিন,রাতের পর রাত
হাজারটা বই গেটে,বিস্তার পর দিস্তা
খাতার পাতা নষ্ট করে নোট বানিয়ে
ফার্স্ট ক্লাস পাইনি--
কথায় শুধু মধু বর্ষণ হয়নি বলে।


আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
যেখানে রাজনীতিবিদেরা সাহিত্য পড়ায়।


আমি গর্বিত
আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
সাহিত্যের সন্ধানে -- খুঁজে পেলাম
রাজনীতির মুক্ত ময়দান।

আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
যেখানে অনার্স পাশ করা ছেলেটি
ফার্স্ট ক্লাস নিয়ে বেরোতে পারেনি!
পারে শুধু তারাই--
যারা বোঝাই ভরা মূল্যবোধ ছড়িয়ে দেয়।


আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
যেখানে দিন-রাত পড়াশুনার বদলে
ঘুমিয়েও ফার্স্ট ক্লাস পাওয়া যায়।


ফার্স্ট ক্লাস পাইনি,
কুম্ভকর্ণ হয়েও ঘুমাতে পারিনি।


আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
অন্ধ বধির বোবারা যেখানে ফাস্ট ক্লাস পায়।
সেথায় পড়ুয়ারা ব্যর্থ।