আমার মৃত্যুতে তোমার কিছু হবে না,
হবেই বা কেন? মৃত্যুর মুখ থেকে তোমায়
ফিরিয়ে এনেছিলাম।


আমার মৃত্যুতে শোকার্ত হবে
নির্জন রাজপথ,রাত্রির আকাশ,
সবুজ ঘাসে ভরা মাঠ-
খরায় শুকিয়ে যাওয়া খাল-বিল,
নদী-নালা,সব জলাশয়,
পুরনো সেই স্মৃতির অট্টালিকা,
ভালোবাসার সহস্র পাত্র-পাত্রী।


শুধুই ব্যতিক্রম তুমি,তোমার একবিন্দু অশ্রু কণা,
  আজ এতটাই স্বার্থপরতার পরিচয় দিয়েছে।