বিপাকে ব্যাধি বাধিল বিধি মোরে
সইতে নারি ঘরে,
মন আজি কেমন কেমন করে।


ব্যাধি সে মহৌষধী,প্রিয় জন পাশে
অবিরত সম্মুখে স্মৃতি সুখ ভাসে।


কে জানত এ জীবন মোর,
শত শত দুঃখের পাহাড় অতিক্রম করবে।
আমি তো ভেবেছিলাম এ জীবন মোরে দেবে উপশম।


এবার চাই এ যন্ত্রণা মোর দীর্ঘতর হোক
পাব নতুন করে প্রতিদিন।


২৫ বছরের কৃতকর্ম মোরে বলে কানে কানে
এমন সাজাই তার প্রাপ্য।


নব প্রেমের বার্তাতেই রক্ত হীন হয়ে গেল শিরা ধমনী
কাছে এসে বাসা বেঁধেছে প্রিয় মৃত্যু,করি আলিঙ্গন।